চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত নিরাপত্তায় নতুন দুটি বিওপি উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ২২:১৯

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ২২:১৯

সংগৃহিত ছবি

ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বড় ও সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায়, টহল পরিচালনায় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল বিজিবি সদস্যরা। এই পরিস্থিতি বিবেচনায় সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী সুরানপুর ও খড়কপুর এলাকায় নতুন দুটি বিওপি স্থাপন করা হয়।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে নির্মাণকাজ শুরু হওয়া বিওপি দুটি অবশেষে মঙ্গলবার (৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পর্বে খড়কপুর বিওপি এবং দ্বিতীয় পর্বে সুরানপুর বিওপি’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বিজিবি সেক্টর কমান্ডার, রাজশাহী; অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি); স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবে ন্যায় ও নিষ্ঠার সাথে।"

এই উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার হবে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম আরও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: