চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে পশু-পাখির প্রদর্শনী উদ্বোধন

সি.ই/রিপোর্টার | প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০৪:৩১

সি.ই/রিপোর্টার
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০৪:৩১

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ শনিবার ৪ মার্চ বেলা  ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 
 
প্রদর্শনীর উদ্বোধন করে উদ্বোধনী সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, ট্রেনিং অফিসার ডা. এম শফিকুল আলম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. এমরান আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি অফিসার ডা, মো. কবির উদ্দিন আহমেদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, ভাইস চেয়ারম্যান তসিকুল ইসলামসহ অন্যান্য  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন 
 
প্রদর্শনীতে ৫০টি স্টলে খামারি ও উদ্যোক্তারা উন্নত জাতের গরু, ষাঁড়, ঘোড়া, ছাগল, দুম্বা, গাঁড়ল, হাঁস, মুরগিসহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীর প্রদর্শন করে।
 
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। 
 
 


আপনার মূল্যবান মতামত দিন: