চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষে সফলতার মুখ দেখছে আদর্শিক পেঁয়াজঁ চাষী হুসাইন।

গোমস্তাপুরে পেঁয়াজ বীজ উৎপাদনে সফল হুসাইন

এম এ করিম/স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০২

এম এ করিম/স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০২

পেয়াঁজের ক্ষেত

নিউজ ডেস্ক: উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষে সফলতার মুখ দেখছে আদর্শিক পেঁয়াজঁ চাষী হুসাইন। গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের এজাতের পিঁয়াজ চাষাবাদ করা হয়।

সরে জমিনে পেঁয়াজ চাষী হুসাইনের ক্ষেত পরিদর্শন করলে জানা যায়। এ বছর পিঁয়াজ উৎপাদন বীজের বাম্পার ফলন হয়েছে। হুসাইনের সাথে কথা বললে তিনি জানাই,ভিন্ন রোকম কৌশলী পরিচর্যায় এমন ফলন হয়েছে। পিয়াজ চাষে বীজ উৎপাদনে অনেকটাই পরিশ্রম ও ঝুঁকি থেকেই যায়।

পেঁয়াজ চাষী হুসাইন আরও জানাই অন্যান্য বছরের চেয়ে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় পেঁয়াজের ফুল অনেকটাই ভালো। তাছাড়া এ বছর পিঁয়াজ উৎপাদনের বীজের দাম ভালো পেলে অনেকটাই লাভের মুখ দেখবে বলে আশা করছে পিঁয়াজের বীজ উৎপাদন কারী চাষীরা।



আপনার মূল্যবান মতামত দিন: