চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শিবগঞ্জের পদ্মায় অবৈধ বালু উত্তোলন করায় ব্যবসায়ীকে ১মাসের জেল

স্টাফ রিপোর্টার  | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩৮

স্টাফ রিপোর্টার 
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩৮

বালু ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময়

নিউজ ডেস্ক: শিবগঞ্জের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় গোপন সংবাদ এর ভিত্তিতে  মো: শফিকুল ইসলাম নামের একজন বালু ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব মো: জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এই সময় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ, জনাব চৌধুরী জোবায়ের আহম্মদ ও থানা পুলিশের সদস্যরা ‍উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব মো: জুবায়ের হোসেন বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন তারা। পরে অভিযান চালিয়ে ১ জনকে আটক করে ১ মাস এর  বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মোবাইল কোর্টের এধরণের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: