
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নব নির্বাচিত এমপি আব্দুল ওদুদ। শনিবার (১১ফ্রেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হাসপাতালের বিভিন্ন কর্মকাণ্ড ও সার্বিক কর্মযোগ্য পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন মাহমুদুর রশিদ, ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক মাসুদ পারভেজ, জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নুরননাহার নাসু, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
নবনির্বাচিত এমপি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সার্বিক খোঁজ খবর নিয়ে জানান, বিগত ৪ বছর ধরে এ হাসপাতালের কোন উন্নয়ন হয়নি।
তিনি আরও জানান, পিছিয়ে পড়া হাসপাতালের জন্য আগামীতে উন্নয়নমূলক কাজ করা হবে। গত জাতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রত হাসপাতালটি যাতে মেডিকেল কলেজে রূপান্তরিত হয় সে জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: