
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জাতাহারা বাজার বণিক সমিতির নির্বাচন। আজ শুক্রবার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চলে ভোট গ্রহণ।
সমিতির নির্বাচনে সভাপতি রুহুল আমিন আপেল প্রতীক নিয়ে১৫৪ সর্বোচ্চ ভোটে জয়লাভ করেন।তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে ফারিকুল ইসলাম পেয়েছন ১১৯ ভোট,অপর প্রার্থী আবুল কাসেম ফুটবল প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন।
এদিকে সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মোরগ প্রতীকে ১৮২ সর্বোচ্চ ভোট পেয়ে জয় লাভ করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম পেয়েছেন ৬৭ ভোট এবং অপর প্রার্থী শাহলাল আলম চামচ প্রতীকে ৩৮ ভোট পেয়েছেন,অপর পক্ষ শ্রী জিবন শীল গরুগাড়ী প্রতীকে পেয়েছেন ৩০ ভোট এবং আশরাফুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছে ০৭ ভোট।
এছাড়াও সহ-সভাপতি মিম ওবাইদুল্লাহ জগ প্রতীক নিয়ে সর্বোচ্চ ৯৩ ভোট পেয়ে জয়লাভ করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর তালা প্রতীক নিয়ে ৯১ ভোট পাই,অপর প্রার্থী তোহরুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ ভোট,অপর প্রার্থী জাকির হোসেন ফ্যান প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট।
এদিকে,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীক নিয়ে সর্বোচ্চ ২১৯ ভোট পেয়ে জয়লাভ করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনাল হক গোলাপ ফুল প্রতীকে ৫৭ ভোট পাই,অপর পক্ষ কাজিরুল ইসলাম কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ ভোট,এবং প্রার্থী তোরিকুল ইসলাম ছাতা প্রতীকে পেয়েছে ১৯ ভোট।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো জাতাহারা বাজার বণিক সমিতির নির্বাচন।
আপনার মূল্যবান মতামত দিন: