
চাঁপাইনবাবগঞ্জের ৩ টি উপজেলা- নাচোল, ভোলাহাট এবং শিবগঞ্জসহ সারাদেশে তৃতীয় পর্যায়ে মোট ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি পুরো মসজিদ কমপ্লেক্স ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ পৌরসভার মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ জনাব মোঃ আবুল হায়াত, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ জুবায়ের হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: