
নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফল দিয় এ শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, জেলা আওয়ামী লীগ সদস্য এমরান ফারুক মাসুম, আবু সুফিয়ান, শহিদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাড. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রতন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সদর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। অল্প সময়ের জন্য নির্বাচিত হলেও আমি চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের উন্নয়নে কাজ করব।
আপনার মূল্যবান মতামত দিন: