
স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪:০০ ঘটিকায় সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩৮ জনাব ফেরদৌসী ইসলাম জেসি, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ জনাব এ এইচ এম আব্দুর রকিব, বিপিএম, পিপিএম(বার), জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, উপপরিচালক, স্থানীয় সরকার জনাব দেবেন্দ্রনাথ উরাও, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ জনাব মোঃ আফাজ উদ্দিনএবং বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাবর্গকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: