
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এর আলোর পাঠশালা পরিদর্শন করলেন স্পেনের পর্যটক দল। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ে আসেন এ পর্যটক দলের আট সদস্য। তাঁদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক আফ্রিদি খান।
পরিদর্শনে আসা পর্যটক দলের নেতৃত্বে ছিলেন শিক্ষক মার্সে। অন্য সদস্যরা হলেন আন্না, এক্সাভিয়ার, পল, আন্না, পাউ, কারলা, ইউ।
আলোর পাঠশালা বিদ্যালয়ের ফটকে শিক্ষার্থীরা তাঁদের ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় পর্যটক দল বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখেন। বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন। এসময় শিক্ষকগণ তাঁদের বিদ্যালয়টি প্রতিষ্ঠার ইতিহাস শোনান। এ বিদ্যালয়ে পাঠ গ্রহণকারী কোল ক্ষুদ্র জাতিসত্তা ও নদী ভাঙ্গণ কবলিত এলাকার মানুষের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরে শিক্ষার্থীদের জীবন সংগ্রামের বর্ণনা দেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। পর্যটক দল বিদ্যালয়ের ম্যাগাজিন, লাইব্রেরীর বই দেখেন ও পাঠদান ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করেন। শেষে শিক্ষার্থীরা তাঁদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে।
পর্যটক দলের সদস্য আন্না বলেন, বিদ্যালয় পরিদর্শন করে, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে খুবই ভালো লেগেছে। বিদ্যালয়ের পাঠদান ব্যবস্থা দেখে খুবই খুশি হয়েছি। কেননা আমাদের পরিবারের অনেক সদস্যই শিক্ষক। বিশেষ করে আমার আন্টি মার্সে একজন চমৎকার শিক্ষক। আমরা খুবই খুশি হয়েছি।
আপনার মূল্যবান মতামত দিন: