চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে দুই ইউনিয়নের গ্রামবাসীদে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১০ জন।

সি.ই/রিপোর্টার | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩ ০৪:১৭

সি.ই/রিপোর্টার
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩ ০৪:১৭

মহানন্দা ২৪

নিউজ ডেস্ক:- চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের বোমাবাজিতে জিয়ারুল নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০জন। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম একই এলাকার কসিমুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন।

প্রত্যাক্ষদর্শীরা জানান,গত কয়েকধরে সুন্দরপুর এলাকায় দুটি গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে বোমাবাজি করে আসছিল। শনিবার দুপুরেও দুপক্ষ বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিয়ারুল পিঠে বোমা লেগে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন জানান, বোমাবাজিতে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: