চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
একইসঙ্গে উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দম্পতির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৩ মে ২০২৩ ০৫:০৯

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৩ মে ২০২৩ ০৫:০৯

সংগৃহিত ছবি

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামী ও স্ত্রীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদীব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের জোড়গাছি মহল্লার মৃত একরামূল হকের ছেলে মো. ফাজেল (৩৭) এবং তার স্ত্রী মোসা. জিন্না খাতুন (সাথি)।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল আজম জানান, ২০২১ সালের ১০ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত জোড়গাছি এলাকার বাড়ি থেকে ৮০ গ্রাম হেরোইনসহ মোসা. জিন্না (সাথি)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী ফাজেল পলাতক ছিল। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন ২০২২ সালের ২৭ জানুয়ারি উভয়কে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে মঙ্গলবার বিকেলে বিচারক এ রায়ে দেন।



আপনার মূল্যবান মতামত দিন: