
শুক্রবার (৩১ মে) চাঁপাইনবাবগঞ্জ সদরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পৃথক দুই জায়গায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শিশুটি হলো সদরের দেবীনগর ইউনিয়নের রহমানটোলা গ্রামের বুলবুলের মেয়ে মাহি (৬)। এবং অপরজন হলেন, বারঘোরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম (৬০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, রাতে বুলবুল নিজ বাড়ির সামনে তার চার্জার ভ্যানটি চার্জ দিয়ে রাখে অত;পর সকালে মাহি খেলা ধুলার এক পর্যায়ে ওই ভ্যানে ওঠে। সেই সময় ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে থাকায় মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে পরিবারের লোকেরা মাহিকে সেখান থেকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহি খাতুনকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা যান আব্দুর রহিম। এব্যাপারে ওসি মিন্টু রহমান জানান, আব্দুর রহিমের বাড়ির এক বারান্দা হতে আরেক বারান্দায় কাপড় শুকানোর জন্য জিআই তার টানানো ছিল। সেখানে বাড়ির টিনের সাথে বিদ্যুতের সংযোগ হয়ে যায়। সাড়ে ১১টার দিকে আব্দুর রহিমের স্ত্রী মোসা. রেহেনা বেগম (৪৫) কাপড় শুকানোর জন্য গেলে সেই তারে হাত স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় তাকে বাঁচতে স্বামী রহিম ছুটে এসে স্ত্রীকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে রক্ষা পেলেও রহিমের দুই হাত জিআই তারের সাথে স্পৃষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তার ছিঁড়ে সে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
আজকের পৃথক দুই ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আপনার মূল্যবান মতামত দিন: