
চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দু:স্ত অসহায় শিক্ষার্থী, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং রোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
আজ বুধবার দুপুরে ১২:০০ টার সময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের আইসিটি ল্যাবে এই অনুদানের চেক প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)আহাম্মেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোসা: উম্মে কুলসুম সহ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ১১৩জনকে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার টাকা অনুদান দেওয়া হয়
আপনার মূল্যবান মতামত দিন: