
‘করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি শোভাযাত্রা শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনা সভা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অন্যরা।
বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মিজানুর রহমান।
আপনার মূল্যবান মতামত দিন: