-2024-07-16-19-07-19.jpg)
ঢাবিসহ সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্রাসী হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল।
চাঁপাইনবাবগঞ্জের সদরে নবাবগঞ্জ সরকারি কলেজ এর সামনে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ও ঢাবিসহ সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মঙ্গলবার ১৬ ই জুলাই বিকাল সাড়ে তিনটায় এই বিক্ষোভ মিছিল শুরু হয়। সরকারি কলেজ থেকে শুরু করে শান্তিমোড় এসে অনেক ক্ষণ রাস্তা অবরোধ করে রাখার পর তাদের কর্মসূচি শেষ করেন।
এদিকে বেলা ১১ টাই বারঘরিয়া মহানন্দা ব্রিজ চক্করেও সাধারণ শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। ১২ টার দিকে ব্রিজের উপর অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপনার মূল্যবান মতামত দিন: