চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক ইতিহাস সৃষ্টিকারী ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫ ২০:০০

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫ ২০:০০

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সম্প্রতি এক ইতিহাস সৃষ্টিকারী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যা ছিল স্বরণকালের সর্বশ্রেষ্ঠ।

সোমবার (১৭ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ। এতে প্রায় ২২০০ এর অধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা হয় এবং রমজান মাসের পবিত্রতা ও সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করেন।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে উপস্থিতরা অভিমত ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।



আপনার মূল্যবান মতামত দিন: