
বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) শহর শাখার প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদুল ইসলাম বলেন, “বদর দিবস মুসলমানদের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিন ইসলামের বিজয়ের ইতিহাস রচিত হয়েছিল। তরুণদের উচিত বদর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও ইসলামের কল্যাণে কাজ করা।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সদস্যরা।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আপনার মূল্যবান মতামত দিন: