চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ক্ষমতা নয়, গণতান্ত্রিক নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি: হারুনুর রশীদ

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ০৯:২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ০৯:২৫

সংগৃহিত ছবি

শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে ঈদ পুনর্মিলনী ও ‘নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ’ দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, "আমরা নির্বাচনের কথা বারবার বলছি, কিন্তু সেটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। ২০১৮ সালের নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতো, তবে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করতো—আমরা সেটা নিশ্চিত জানি।"

তিনি আরও বলেন, "আমরা এখনো মাঠে আছি, ধৈর্য ধারণ করে। গোটা জাতি আজ তাকিয়ে আছে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপের দিকে। যদি তা না আসে, তাহলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আহ্বান করব—সারা দেশে ব্যাপক কর্মসূচি ঘোষণা করতে।"

জামায়াত প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "জামায়াতকে নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তা জামায়াতের বিষয়। কিন্তু বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেন? যারা জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে চায়, তারাই এসব ষড়যন্ত্র করছে।"

সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে হারুনুর রশীদ বলেন, "সরকারের উপদেষ্টারা বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন, এটি কোনো শুভ লক্ষণ নয়।"

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট আশিফা আশরাফি পাপিয়া। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: