চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ঈদ পুনর্মিলনী ও ফিলিস্তিনের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ১০:০১

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ১০:০১

সংগৃহিত ছবি

অনুষ্ঠানটি যেন বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। এক মঞ্চে বসেন জেলা বিএনপির শীর্ষ নেতারা, বক্তব্য রাখেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হায়াত উদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, সদর থানা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান ও সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ড, ইউনিয়ন এবং অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, “দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে পিছিয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সাধিত হবে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার রাতের ভোট ও ডামি নির্বাচনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। মামলা, খুন, গুম করেও বিএনপির নেতাকর্মীদের মনোবল ভাঙা যায়নি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। তাই নেতাকর্মীদের হাট-বাজার, টেন্ডার বা ইউএনও অফিসের পেছনে না ঘুরে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: