
আহতদের মধ্যে রয়েছেন—শহরের হুজরাপুর এলাকার কার্তিক চৌধুরীর ছেলে বিদ্যুৎ চৌধুরী, বগুড়ার সূত্রাপুর এলাকার বাসিন্দা ও জেলা হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী মো. রনি মিয়াসহ আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, “এটি একটি পূর্ব বিরোধের জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত ঘটনা। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে কাজ করছে।”
স্থানীয়রা জানান, নিমতলা-মেথরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতে তারা পরস্পরের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে নামে এবং আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মূল্যবান মতামত দিন: