চাঁপাইনবাবগঞ্জে হিজড়াদের মান-উন্নয়নে রিফ্রেশার্স কোর্স চালু


নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচীর আওতায় মনো-সামাজিক ও রিফ্রেশার্স কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (২৫ নভেম্বর ২০২০) বুধবার সকাল ১০টায় জেলা সমাজসেবার আয়োজনে সমাজসেবার উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে এ কোর্সের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ মোঃ আব্দুল ওদুদ। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার আশীষ মোমতাজ, জেলা সমাজ সেবার সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, জেলা সমাজসেবার কর্মকর্তা নুরুল ইসলাম, সাজেদুল ইসলাম ও হিজড়ানেত্রী ববিতা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অন্যায় কাজ না করে সাধারন ভাবে জীবনযাপন করুন, কোন সমস্যায় পড়লে, কোন ভালো কাজ করার জন্য অর্থের প্রয়োজন পড়লে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আপনাদেরকে সহযোগীতা করবে।
আপনার মূল্যবান মতামত দিন: