হরিপুর ইয়াং জেনারেশন মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল অনুষ্ঠিত


নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় হরিপুর ইয়াং জেনারেশন মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল অনুষ্ঠিত।
আজ ( ২২ জানুয়ারি ২০২১) শুক্রবার বিকেলে হরিপুর স্কুল পাড়ায় হরিপুর ইয়াং জেনারেশন আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহসান হাবিব এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক মিজানুর রহমান মিঠুন, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিস এন্ড হাসপাতালের কর্মকর্তা হাইউল ইসলাম, সাবেক যুবলীগ নেতা জসিম মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হরিপুর ইয়াং জেনারেশন মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলায় হরিপুর সুপার চাম্পিয়নসকে ৮ উইকেটে হারিয়ে টেন সুপার কিংস চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য যে,টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিস এন্ড হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ।
আপনার মূল্যবান মতামত দিন: