চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ১০০ বোতল চোলাই মদসহ আটক ১ যুবক


নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বুলনপুর আতাহার এলাকায় মসজিদের পেছনের আম বাগানের ভেতর অভিযান চালিয়ে ১০০ বোতল চোলাই মদসহ ১ যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বুলনপুর আতাহার এলাকার সাদিকুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (১৯)।
জানাগেছে, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) নির্দেশনায় ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেনের তত্বাবধানে এসআই মো. ওসমান গণি সঙ্গীয় ফোর্সসহ অভিযান টি চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে ২ এপ্রিল দুপুর ২ টার দিকে অভিযান টি চালায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: