বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্র লীগের কর্মসূচি পালন


নিউজ ডেস্ক : আজ ঐতিহাসিক ১০ জানুয়ারী , ১৯৭২সালের ৮ জানুয়ারী পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারী স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দিবসটি উপলক্ষে আজ সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে। পরে আনন্দ শোভাযাত্রা সহকারে মুজিব মঞ্চে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন,সদস্য আবু সুফিয়ান, ফাইজার রহমান কনক।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোখলেসুর রহমান, জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার, সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: