-2023-02-24-22-39-39.jpg)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যাটারিচালিত ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে ১ নিহত এবং ৫ আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার লক্ষীপুর পচাকান্দর শরিপুকুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের নাম আব্দুল মান্নান (৪৮)। তিনি সদর উপজেলার টিকরামপুর গ্রামের মৃত আকরামের ছেলে। আহতরা হলেন, আব্দুল মান্নানের স্ত্রী সুলেখা খাতুন (৩৬), তার মেয়ে মরিয়ম খাতুন (১৫)। এ ছাড়া চর ইসলামাবাদ গ্রামের মৃত ইয়াস উদ্দিনের ছেলে হুমায়ন কবির (৪৫) তার মেয়ে ফাতেমা খাতুন ও একই গ্রামের হাইউলের মেয়ে সালমা খাতুন (১৬)। পুলিশ জানায়, জেলার আমনুরা থেকে নাচোলের দিকে যাচ্ছিল অটো ভ্যানটি। দুর্ঘটনাস্থলে পৌঁছালে ভ্যানটির চাকা খুলে যায়। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেট কার ভ্যানটিকে চাপা দেয়। এতে আব্দুল মান্নানসহ ভ্যানে থাকা ছয়জন আহত হন। পরে নাচোল ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ঘটনাস্থল থেকে ভ্যান ও প্রাইভেট কার জব্দ করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: