চাঁপাইনবাবগঞ্জ | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গাজীপুরে পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ; দগ্ধ ৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৩ ২১:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মে ২০২৩ ২১:৪৬

সংগৃহিত ছবি

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় কটনবিডি নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ-সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক মো. আইয়ুব হোসেন জানান, এখানে সাতজনকে নিয়ে আসা হলে পাঁচজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: