চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৫ ১২:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ ২০২৫ ১২:২৫

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আল-আমিন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ভারতের বিশালঘর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত ওই যুবক পুটিয়া গ্রামের বাসিন্দা।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস ও ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ.বিল্লাল হোসেন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনো মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের সালদানদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর বলেন, গতকাল রাতে আল-আমিন নামের এক ব্যক্তিকে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে বিএসএফ। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমি আমার অফিসারদের জানিয়েছি। আজ বিজিবি ও বিএসএফের মধ্যে অফিসার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: