চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান নূরুল ইসলাম বুলবুলের

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫ ১৫:৪২

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫ ১৫:৪২

ফাইল ছবি

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ প্ল্যাটফর্ম এই কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচি বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় সর্বসাধারণকে এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

ভিডিও বার্তায় নূরুল ইসলাম বুলবুল বলেন, “Palestine Solidarity Movement এর পক্ষ থেকে March for Gaza আয়োজন করা হয়েছে। আগামী শনিবার ১২ এপ্রিল বিকেল ৩ টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমিও থাকছি আপনারাও আসুন। ঈমান ও মানবিকতার দাবিতে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”



আপনার মূল্যবান মতামত দিন: