চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’: শান্তিপূর্ণ কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫ ০৯:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫ ০৯:৩৮

সংগৃহিত ছবি

সমাবেশে বিপুল জনসমাগমের আশঙ্কায় রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে তৎপর রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যান চলাচলের সুবিধার্থে পৃথক ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।”

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, “গোয়েন্দারা সজাগ রয়েছে। ডিবির সাইবার টিম ও অন্যান্য ইউনিট কর্মসূচিকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে কাজ শুরু করেছে।”

প্রবেশপথের নির্দেশনা:
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারীদের জন্য প্রবেশপথ নির্ধারণ করে দেওয়া হয়েছে—

বাংলামোটর থেকে আগতরা: রমনা গেট (শাহবাগ হয়ে)

কাকরাইল মোড় থেকে: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট

জিরো পয়েন্ট ও বকশীবাজার থেকে: টিএসসি গেট (দোয়েল চত্বর হয়ে)

নীলক্ষেত মোড় থেকে: টিএসসি গেট (ভিসি চত্বর হয়ে)

অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা:
১. নিজ দায়িত্বে পানি, ছাতা, মাস্কসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতে বলা হয়েছে।
২. আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করতে বলা হয়েছে। শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি জানাতে বলা হয়েছে।
৪. দুষ্কৃতকারীদের অপতৎপরতা ঠেকাতে সক্রিয় থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকরা আশা করছেন, এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং ফিলিস্তিনের মানুষের প্রতি বাংলাদেশের গণসমর্থনের প্রতিফলন ঘটাবে।



আপনার মূল্যবান মতামত দিন: