
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এই গণজামায়াত, যা চলবে মাগরিবের নামাজের আগ পর্যন্ত।
এই কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।
এতে সাধারণ জনগণের পাশাপাশি অংশ নিচ্ছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আয়োজকদের প্রত্যাশা—এটি হবে ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বড় জনসমাবেশ।
প্রসিদ্ধ ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ বিশিষ্ট আলেমগণও কর্মসূচিতে যোগ দেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আজ শনিবার দুপুর ২টায় ঢাকার পাঁচটি পয়েন্ট—বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত মোড়—থেকে সমাবেশ অভিমুখে একযোগে পদযাত্রা শুরু হবে।
বাংলামোটর থেকে আগতরা রমনা গেট দিয়ে (শাহবাগ হয়ে)
কাকরাইল মোড় থেকে আগতরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে
জিরো পয়েন্ট ও বকশীবাজার থেকে আগতরা টিএসসি গেট দিয়ে (দোয়েল চত্বর হয়ে)
নীলক্ষেত মোড় থেকে আগতরা টিএসসি গেট দিয়ে (ভিসি চত্বর হয়ে)
সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।
এতোবড় জনসমাগম নির্বিঘ্ন করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনাও।
আপনার মূল্যবান মতামত দিন: