চাঁপাইনবাবগঞ্জ | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলায় সকাল থেকেই জমাজমাট হয়ে উঠেছে ।

ছুটির দিনে শিশুদের পদচারণায় মুখর অমর একুশে বই মেলা

হ.আ/রিপোর্টার | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২২

হ.আ/রিপোর্টার
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২২

ছুটির দিনে শিশুদের পদচারণায় মুখর অমর একুশে বই মেলা

নিউজ ডেস্ক: আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলায় সকাল থেকেই জমাজমাট হয়ে উঠেছে । এদিন সকাল এগারোটা থেকে শিশু-কিশোরদের ভিড় দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ গেটে। শিশু চত্বরে প্রবেশ করলেই মনে হবে এ যেন কোনো শিশুরাজ্য।

প্রতিবছর বইমেলায় শিশুদের প্রধান আকর্ষণ শিশুপ্রহর। ছুটির দিনে সেখানে শিশুদের দুরন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন বয়সী শিশুরা স্টল ঘুরে ঘুরে বইয়ের পাতা উল্টে নিজেদের পছন্দের বই খুঁজছে। স্টলের পাশে থাকা কয়েকটি খেলাধুলার স্পটেও তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে। কেউবা বাবা-মায়ের হাত ধরে, কেউবা বন্ধুদের সঙ্গে আবার কেউবা শিক্ষকদের সঙ্গে এসেছে প্রাণের মেলায়।

শিশু প্রহরে কথা হয় বই কিনতে আসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবদিয়ার সঙ্গে। গল্পের ছবিওয়ালা বই তার ভীষণ পছন্দ। আর ছয় বছর বয়সী শিশু আবদুর রহমান  জানায়, তার কার্টুন দেখতে ভালো লাগে। তাই সে কয়েকটি কার্টুনের বই কিনেছে।

শিশু চত্বরে দেখা মেলে নালন্দা স্কুলের একঝাঁক শিক্ষার্থীর সঙ্গে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদেরকে মেলায় নিয়ে আসা হয়েছে। জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, তাদের বইমেলায়  এসে অনেক ভালো লাগছে। বিভিন্ন বই সম্পর্কে জানতে অনেকগুলো পছন্দের বইয়ের তালিকা নিয়ে এসেছি। মেলা ঘুরে দেখব এবং এগুলো কিনব।

মেলা ঘুরে দেখা গেছে, মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ছোটদের মজার মজার সব বইয়ের স্টল এবং বিনোদন কেন্দ্র নিয়ে সাজানো হয়েছে শিশু চত্বর। যেখানে শিশু-কিশোরদের রাজত্ব। এখানে রয়েছে শিশু-কিশোরদের সায়েন্স ফিকশন, ভূতের গল্প, কৌতুক এবং ছড়াসহ নানা ধরণের সব বই।



আপনার মূল্যবান মতামত দিন: