
নিউজ ডেস্ক: সব জঞ্জাল সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য একটি মসৃণ পথ তৈরি করে দেওয়াই বর্তমান সরকারের কাজ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা যা কিছু করছি, সবই নতুন প্রজন্মের জন্যই করছি। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, তার কন্যা আমাদের দেখাচ্ছেন, সে বাংলাদেশ গড়ার মূল কারিগর হবেন নতুন প্রজন্ম।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চলতি বছর উচ্চমাধ্যমিকে (এইচএসসি) পরীক্ষায় যতজন পাস করেছেন তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি আছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: