চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
বাগেরহাটে ৩৭০ জন শিক্ষার্থীকে ১২ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে

বাগেরহাটে ৩৭০ জন শিক্ষার্থীকে ১২ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১১ মার্চ ২০২৩ ০৯:০৮

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩ ০৯:০৮

বাগেরহাটে ৩৭০ জন শিক্ষার্থীকে ১২ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে

বা‌গেরহা‌ট জেলা প‌রিষ‌দ কৃ‌ত গ‌রিব ও মেধাবী শিক্ষার্থী‌দের মা‌ঝে এককা‌লীন শিক্ষাবৃ‌ত্তি বিতরণের  অনুষ্ঠান আয়োজন করেন।

আজকের মেধাবী শিক্ষার্থী‌রাই আগামী দিনের দিনের ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর। এই শিক্ষার্থী‌রাই স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন খুলনা বিভা‌গের অ‌তি‌রিক্ত বিভাগীয় ক‌মিশনার (রাজস্ব) মো. শ‌হিদুল ইসলাম।

আজ বৃহস্প‌তিবার (৯ মার্চ) সকা‌লে বা‌গেরহাট জেলা প‌রিষদ অডিটোরিয়ামে কৃতি গ‌রিব ও মেধাবী শিক্ষার্থী‌দের মা‌ঝে এককা‌লীন শিক্ষাবৃ‌ত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপ‌তিত্বে অনুষ্ঠা‌নে অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য দেন- জেলা প‌রিষ‌দের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, বা‌গেরহা‌টের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অর‌বিন্দু বিশ্বাস, জেলা প‌রিষ‌দের প্যানেল চেয়ারম্যান অ্যাড. শ‌রিফা খানম প্রমুখ।

এসএস‌সি ও এইচএস‌সির ৩৪১ জন ও সরকারি মে‌ডি‌কেল, বু‌য়েট এবং পাব‌লিক বিশ্ববিদ‌্যাল‌য়ের ২৯ জন, মোট ৩৭০ জন কৃ‌তি শিক্ষার্থী‌দের মা‌ঝে ১২ লাখ টাকার এই শিক্ষাবৃ‌ত্তি ও ক্রেস্ট দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: