চাঁপাইনবাবগঞ্জ আরামবাগ নুরানী একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান!


নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ নুরানী একাডেমির আয়োজনে বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরিক্ষার পুরস্কার বিতরণ অনুুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ ডিসেম্বর ২০২০) বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগে নুরানী একাডেমির উদ্দ্যোগে মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকির পাড়া হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ এবরান আলী (জাকু), চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সভাপতি মোঃ ফয়সাল আহমেদ।
মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাসসির মাওঃআব্দুল মতিন।
উল্লেখ্য য়ে, আলোচনা শেষে প্রতিষ্ঠানের বার্ষিক পরিক্ষার ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: