ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলে পালিত হলো মুজিব জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস


নিউজ ডেস্ক :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ইউনাইটেড স্কুলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আজ ১৭ ই মার্চ বুধবার স্কুলের লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান শামসুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান বাপ্পী। এ সময় আরোও উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ ।
দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, চিত্রাংকন এবং কুরআন তেলাওয়াত এ তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে মোট নব্বই (৯০) টি পুরস্কার প্রদান করা হয়। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: