চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সোমবার ‘নো ওয়ার্ক, নো স্কুল’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ২১:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ২১:৩৪

ফাইল ছবি

সোমবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ধর্মঘট পালনের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংহতি সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেলে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’-এর দুই সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এ বি জোবায়ের এ কর্মসূচিকে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েমও ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে সংহতি ও বিক্ষোভ সমাবেশ। এছাড়াও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয়েছে।

ছাত্রনেতা এ বি জোবায়ের তার ফেসবুক পোস্টে লেখেন, “আমাদের মজলুম গাজাবাসী ভাই-বোনেরা আগামীকাল বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছেন। তারা গণহত্যা বন্ধের দাবিতে একযোগে বিশ্বের সব দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশেও আমরা ৭ এপ্রিল সারাদিনের জেনারেল স্ট্রাইক পালনের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও লেখেন, “আগামীকাল সবাই শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, অফিস-আদালত বন্ধ রাখুন। ক্লাস-পরীক্ষা বর্জন করুন। আসুন, বৈশ্বিক প্রতিবাদের অংশ হই। আওয়াজ তুলুন—ফ্রি, ফ্রি প্যালেস্টাইন।”

আবু সাদিক কায়েম লেখেন, “ইয়া গামযাহ! তোমাদের শাহাদাত ও লড়াইয়ের প্রতি আমাদের গভীর সংহতি। ইনশাআল্লাহ, শিগগির আমরা তোমাদের সংগ্রামে সরাসরি অংশ নেবো। গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে ৭ এপ্রিল ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করার আহ্বান জানাই।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, “মার্চ ফর প্যালেস্টাইনের আহ্বানে আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজু ভাস্কর্যে বিকেল ৪টায় সংহতি ও বিক্ষোভ সমাবেশ হবে।”

তিনি বলেন, “বিশ্বজুড়ে ৭ এপ্রিল ফিলিস্তিনের পক্ষে হরতাল হবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরেও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। তাই সারা বিশ্বের মুক্তিকামী মানুষের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে আমাদেরও রাজপথে নামতে হবে, প্রতিবাদ জানাতে হবে। একটিও জীবন যেন অবহেলায় হারিয়ে না যায়—এই চেতনাতেই আমাদের কর্মসূচি।”



আপনার মূল্যবান মতামত দিন: