চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন।

ঋতুরাজ প্রকৃতির নতুনরূপে বসন্তের ফাল্গুন

এম এ করিম/স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০৩

এম এ করিম/স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০৩

বসন্তের আগম

ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। বসন্ত মানে পূর্ণতা, বসন্ত মানে বাঙালি জাতির নতুন প্রাণ সঞ্চয় এর কলরব। কোকিলের কুহুতানে মুখরিত বাংলার বিস্তীর্ণে বাঙালির প্রাণান্তরে আজ পহেলা ফাল্গুন।

বসন্তের এই আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। ঋতুরাজ বসন্তের প্রথম দিনে বাংলা পহেলা ফাল্গুনে বসন্ত বরণ উৎসব যেন প্রকৃতিতে প্রাণের ছোঁয়া। বাংলা বর্ষপঞ্জিতে পরিবর্তন আনাই পহেলা ফাল্গুন উদযাপন উৎসব প্রিয় বাঙ্গালীর হৃদয় থেকে হৃদয়ের কথাগুলো ভাষা পাবে আজ প্রকৃতির প্রদর্শনে।

কোকিল তার কণ্ঠের মাধুর্য দিয়ে ফুটিয়ে তুলবে কুহুতানের ধ্বনি। ফাল্গুনের মাতাল হাওয়ার দোলে বাংলার নিস্বর্গ প্রকৃতিতে নতুন রূপে সাজবে ঋতুরাজ বসন্ত। শীতের রুক্ষতাকে পিছনে ফেলে প্রকৃতিকে আবারো নতুন রূপে সাজিয়ে তুলবে আগামীর বার্তা নিয়ে বসন্ত।

প্রকৃতির নিয়মে গাছে গাছে পাতা ঝরে নতুন কুশি গজিয়ে সৌন্দর্য বর্ধনে সাজিয়ে তুলবে আপন মনে বৃক্ষরাজিরা। ফাল্গুনী সু-বাতাস জড়িয়ে তুলবে নাম না জানা অজস্র ফুলের ঘ্রাণে। পাখ-পাখালিরা তাদের আপন মনে গেয়ে উঠছে ভিন্ন সুরে নতুন গানের মেলায়। প্রজাপতিরাও বসন্তের ছোঁয়ায় রঙিন ডানা মেলে উড়ছে আপন ঠিকানায়।

বসন্ত শুধু প্রকৃতির নিয়মেই নয় বরং মানুষের মনের উচ্ছ্বাসে আর উদ্দীপনায় মেতে উঠেছে বাঙালির বসন্ত, এতে করে ভিন্ন রঙে-ঢঙে বাঙালি সাজিয়ে তুলছে প্রকৃতিকে।বাঙালির সংস্কৃতিতে অনুষঙ্গ রূপরেখা নিয়ে শিমুল আর কৃষ্ণ চূড়ার রঙিন লাল রক্তিম ফুল মনে করিয়ে দেই শহীদদের কথা।

তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধতা সম-শ্রেণীর মানুষের মাঝে সাজিয়ে গুছিয়ে বিরাজ করছে বসন্তের জোয়ার। বসন্ত বাঙালি জাতির সংস্কৃতির অবিছদ্ধ একটি অংশ, ফাল্গুনের ঝিরঝির বাতাসে মিষ্টি মধু ফুলের ঘ্রাণ নিয়ে উৎসবে মুখরিত আজ রাজধানীসহ গ্রাম বাংলার জনজীবনও ।



আপনার মূল্যবান মতামত দিন: