চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আজ রাত ১২ টার মধ্যে সারাদেশে বজ্রপাত ও বৃষ্টির শঙ্কা

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৪ ২০:০৪

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৪ ২০:০৪

সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। এদিকে আজ মঙ্গলবার রাত ১২টার মধ্যেই দেশের সব জেলায় বজ্রসহ বৃষ্টির কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।


মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবকু পোস্টে এ কথা জানান।


ফেসবুক পোস্টে তিনি জানান, আজ (মঙ্গলবার) বিকাল ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে দেশের ৬৪টি জেলার ওপরেই বজ্রপাতসহ মাঝারি থেকে ভারিমানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা শহর ও এর চারপাশের জেলাগুলোর ওপরে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে বিকেল ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে।


এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, হতে পারে বজ্রবৃষ্টি

আগামীকাল বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: