চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকের ঢাকনায় রডের বদলে বাঁশ


নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকের ঢাকনার নিচে রডের বদলে বাঁশের অস্তিত্ব লক্ষ্য করা গেছে।
আজ (২২ নভেম্বর ২০২০) রবিবার নবনির্মিত ভবনের পূর্ব ও দক্ষিন পাশে তৈরি করা সেফটি ট্যাংকের ঢাকনার নিচে রডের বদলে বাঁশ লাগানোর সময় বিষয়টি পৌর কাউন্সিলর ও কর্মচারীসহ উপস্থিত জনসাধারনের চোখে পড়ে। সেখানে উপস্থিত জনপ্রতিনিধিরা সেফটি ট্যাংকের ঢাকনা খুলতেই পুরাতন বাঁশের বাতা দেখতে পায়। ঢাকনা লাগাতেই সেখানে বাঁশের বাতা ব্যাবহার করা হয়।
উল্লেখ্য যে, এ প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র তারিক আহমদ জানান,তিনি নিজে ও সংশ্লিষ্ট ঠিকাদারের অজান্তে মিস্ত্রিরা কাজটি করে থাকতে পারে। তবে বিষয়টির দ্রুত সুরাহা করা হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: