
চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১০টি জরুরি সেবা বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে দায়িত্ব পালন করবেন ১৫-২০ জনের একটি টিম, যার মধ্যে থাকবেন চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুথগুলোতে প্রাথমিক চিকিৎসাসেবার পাশাপাশি বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ রাখা হবে। এছাড়া অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তচাপ ও রক্তে গ্লুকোজ পরীক্ষা করাতে পারবেন।
এনডিএফ জানিয়েছে, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে রোগীদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা যায়।
এ বিষয়ে এনডিএফ-এর একজন মুখপাত্র বলেন, “গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানাতে যারা রাজপথে নেমেছেন, আমরা চাই তারা যেন কোনো স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। চিকিৎসকদের এই স্বেচ্ছাসেবী অংশগ্রহণ মানবিক দায়িত্বের অংশ, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল মানুষের পাশে দাঁড়ানোই মুখ্য।”
উল্লেখ্য, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজনে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, যা চলবে মাগরিব পর্যন্ত।
আপনার মূল্যবান মতামত দিন: