
নিউজ ডেস্ক: রাজধানীতে অভিযান চালিয়ে চোরাই সিম কার্ড বিক্রয়কারী একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. ইউসুফ।
তাকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
র্যাব কর্মকর্তা জানান, তাকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি চোরাই সিমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বীণা রানী জানান, ইউসুফ মূলত বিভিন্ন মোবাইল চোরের কাছ থেকে চুরি হওয়া মোবাইলগুলোর সিম কার্ড কিনে নিতেন এবং পরে সেগুলো বিক্রি করতেন। তিনি দীর্ঘদিন ধরে কাজটি করে আসছিলেন।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
আপনার মূল্যবান মতামত দিন: