বিদেশে অর্থপাচারকারীদের তথ্য চেয়েছেন হাইকোর্ট


নিউজ ডেস্ক : বিদেশে অর্থপাচারকারীদের সম্পর্কে যাবতীয় তথ্য চেয়েছে হাইকোর্ট। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে বিদেশে অর্থ পাচারকারীদের যাবতীয় তথ্য দিতে অর্থসচিব, দুদক চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
গত ১৮ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
আপনার মূল্যবান মতামত দিন: