চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল রাজপথে নামার আহ্বান সারজিস আলমের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল রাজপথে নামার আহ্বান সারজিস আলমের

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল রাজপথে নামার আহ্বান সারজিস আলমের

 

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) দলমত নির্বিশেষে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ রোববার (৬ এপ্রিল) বিকেল ৩টা ৪৭ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

 

সারজিস আলমের আহ্বানে বলা হয়, ‘আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।’

 

তবে তিনি মনে করেন, কেবল এসব বন্ধ রাখাই দায়িত্ব পালন নয়। বরং দল-মত নির্বিশেষে সারা দেশের ছাত্র-জনতার রাজপথে নেমে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সরব হওয়া উচিত।

 

পোস্টে আরও বলা হয়, “আমরা হয়তো সরাসরি গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না, কিন্তু তাদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে আমাদের নিজ ভূমির রাজপথে অন্তত দাঁড়াতে পারি। এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং ‘বাংলাদেশ’ নামের ব্যানারে আমরা রাজপথে দাঁড়াতে পারি।”

 

তিনি প্রত্যেক জেলায় ছাত্র-জনতার প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালনের আহ্বান জানান।

 

সারজিস আলম বলেন, “৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হয়ে গাজার মজলুম মানুষের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত।”



আপনার মূল্যবান মতামত দিন: