বিখ্যাত শিল্পী কে জি মোস্তফা আর নেই


নিউজ ডেস্ক: স্বনামধন্য গীতিকার, খ্যাতিমান কলামিস্ট, কবি ও সাংবাদিক কে জি মোস্তফা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)।
আজ রোববার (৮ মে) দিনগত রাত ৮টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান। বর্তমানে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৮ই ফেব্রুয়ারি কে জি মোস্তাফাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৬ই ফেব্রুয়ারি থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
আগামীকাল সোমবার (৯ মে) বাদ জোহর কে জি মোস্তফার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে তার জানাজা শেষে দাফনকার্য সম্পাদন করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: