
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ফাইবার অ্যাট হোম এর ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে,
আইটিসি (International Terrestrial Cable) পর্যায়ে ১০ শতাংশ,
আইআইজি (International Internet Gateway) পর্যায়ে ১০ শতাংশ,
এবং এনটিটিএন (National Transmission Network) পর্যায়ে ১৫ শতাংশ হারে ইন্টারনেটের মূল্য হ্রাস করা হবে।
এর আগে আইএসপি লাইসেন্সধারী কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, তারা ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতি সম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান করবে, যেখানে আগে একই মূল্যে ৫ এমবিপিএস গতি দেওয়া হতো।
এছাড়া বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সকল আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ, মোট ২০ শতাংশ মূল্য হ্রাস করেছে।
ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, "এই পদক্ষেপগুলোর ফলে ইন্টারনেট লাইসেন্স রেজিমের মোট তিন থেকে চারটি স্তরে মূল্য হ্রাস কার্যকর হচ্ছে। এখন বাকি রয়েছে শুধুমাত্র তিনটি বেসরকারি মোবাইল অপারেটরদের মূল্য হ্রাসের ঘোষণা।"
তিনি জানান, ইতোমধ্যে সরকার মোবাইল অপারেটরদের বিডব্লিউডিএম এবং ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে, ফলে ইন্টারনেট সেবার খরচ কমানো তাদের জন্য এখন আরও সহজ।
"বর্তমানে মোবাইল কোম্পানিগুলোর মূল্য না কমানোর কোনও যৌক্তিক কারণ অবশিষ্ট নেই," বলেন তিনি।
তিনি আরও আশা প্রকাশ করেন, মোবাইল ইন্টারনেটের মূল্য হ্রাসের ফলে চলমান উচ্চ মূল্যস্ফীতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।
উল্লেখ্য, সরকারি মোবাইল অপারেটর টেলিটক ঈদুল ফিতরের দিন থেকে ১০ শতাংশ মূল্যছাড় কার্যকর করেছে। সরকার আশা করছে, অচিরেই বেসরকারি অপারেটরগুলোও যৌক্তিক মূল্য হ্রাসের ঘোষণা দেবে।
সরকার মূলত দুটি দিক থেকে মোবাইল কোম্পানিগুলোর মূল্য হ্রাস প্রত্যাশা করছে:
মার্চ মাসে এসআরও অ্যাডজাস্টমেন্ট বাবদ মূল্যবৃদ্ধির বিষয়টি প্রত্যাহার করে সেসময়ে বাড়ানো দাম কমানো।
আন্তর্জাতিক গেটওয়ে, আইটিসি, আইআইজি এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে যেভাবে পাইকারি মূল্য কমানো হয়েছে, তার সমানুপাতিক হারে গ্রাহক পর্যায়ে মূল্য হ্রাস করা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের মান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। মানের তুলনায় মূল্য অনেক বেশি। এই প্রেক্ষাপটে সরকার জনগণের স্বার্থে যুক্তিযুক্ত ও কার্যকর উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনার মূল্যবান মতামত দিন: