
রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “২০২৩ সালের অক্টোবর থেকে মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় গাজায় ৫০ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জনেরও অধিক নিরীহ ফিলিস্তিনি। নিহত ও আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।”
তিনি জানান, গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। বিশেষ করে ১৮ মার্চের হামলাকে তিনি যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ ও বর্বর হামলা হিসেবে উল্লেখ করেন। এদিন নারী-শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনি নিহত হন।
“ইসরাইলি প্রধানমন্ত্রী যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দিয়ে এই হামলা চালিয়েছে। এর মাধ্যমে তাদের যুদ্ধবাজ ও জঙ্গি মনোভাব অত্যন্ত নগ্নভাবে প্রকাশ পেয়েছে,”—বলেন গোলাম পরওয়ার।
তিনি আরও বলেন, “ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি হামলা ও গণহত্যার প্রতিবাদে ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
জামায়াতের এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারাদেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: