03/14/2025 এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফলাফল
হ.আ/ স্টাফ রিপোর্টার
৩০ জানুয়ারী ২০২৩ ০৩:০৪
নিউজ ডেস্ক: আগামী ৮ই ফেব্রুয়ারি এইচ এস সি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। রবিবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এই তথ্য দেন।
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারাদেশে এইচ এস সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০দিনের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে। সে হিসেবে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত সময় রয়েছে। এ সময় বিবেচনা করে আগামী ৭,৮ বা৯ ফেব্রুয়ারি-যেকোনো একদিন ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইদিন সম্মতি দিবেন সেইদিন ফলাফল প্রকাশ করা হইবে।
পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সকাল ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরের মধ্যে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুর ১২ টার পর থেকে অনলাইন মাধ্যমে অথবা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে রেজাল্ট জানা যাবে।