নিউজ ডেস্ক: নওগাঁর সাপাহারে হক ব্রিকস নামে অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় মারাত্মক ভাবে নষ্ট হচ্ছে পরিবেশ। কাঠ খড়ি এবং বাঁশের গোড়া পোড়ানোর কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
সরেজমিনে তথ্য সংগ্রহে গিয়ে জানা যায়, উপজেলার করমুডাঙ্গায় অবস্থিত হক ব্রিকস নামে ইটভাটাটি চলছে অবৈধভাবে। কয়লা পুড়িয়ে ইট বানানোর কথা থাকলেও এই ভাটায় পোড়ানো হচ্ছে বিশালাকার গাছ ও বাঁশের গোড়া। যাতে করে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। শুধু তাই নয়, আবাদি জমির মাটি দিয়ে ইট বানানো হচ্ছে বলে জানান একটি মহল। এছাড়াও গাছ পোড়ানোর কারণে খড়ির যোগাড় দিতে গিয়ে উজাড় হচ্ছে বিভিন্ন ফলজ ও বনজ গাছের বাগান।
এ বিষয়ে হক ব্রিকসের মালিকের সাথে কথা বললে তিনি বলেন" কয়লার দাম অতিরিক্ত হওয়ার ফলে আমরা কয়লা কিনতে পারছি না। যার ফলে খড়ি পুড়িয়ে ইট বানাচ্ছি।"
এপ্রসংঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন" তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অনতিবিলম্বে এই অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হোক এমনটাই দাবী এলাকাবাসীর।
সম্পাদক: মোঃ আব্দুর রহমান
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: info@mohanonda24.com