04/21/2025 বণিক সমিতির নির্বাচনী প্রচারণায় শিক্ষক শরিফুল
এম এ করিম/স্টাফ রিপোর্টার
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৫
জাতাহারা বাজার বণিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই শুরু হয় প্রার্থীর প্রচার প্রচারণা।
নির্বাচনকে ঘিরে জাতাহারা বাজার হয়ে উঠেছে উৎসবমুখর পরিবেশ।প্রতীক বরাদ্দ না হলেও বণিক সমিতির সাধারণ সম্পাদক পদে ভোটারদের মাঝে রাতভর ভোট চুষে বেড়াচ্ছেন শিক্ষক শরিফুল।
এদিকে,প্রার্থী শিক্ষক শরিফুল ইসলাম কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারেদ্বারে উৎসাহ উদ্দীপনায় দেখাযায় ভোট প্রার্থনা করতে।এসময় শিক্ষক শরিফুলের সাথে কথা বললে তিনি জানায়,মাঠ পর্যায়ে বণিক সমিতির নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীর দৌড়ে অনেকটা এগিয়ে আছে বলে তিনি নিশ্চিত করেন।
এছাড়াও তিনি জানান,ডুবার মোড় থেকে শুরু করে জাতাহারা বাজার সহ কলেজ মোড়ের সকল ভোটাররা শুধু প্রতীকের অপেক্ষায়,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের আশাবাদী অনেকটাই বলে তিনি জানায়।